হিলির ভারত-বাংলাদেশ সীমান্তে সাড়ম্বরে পালিত হল রাখিবন্ধন উৎসব, দুদেশের সেনা জওয়ানদের হাতে রাখি পরিয়ে মঙ্গল কামনায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদদ্যরা

0
197

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১১ আগষ্ট  ————— হিলির ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ ও বিজিবির তৎপরতায় সাড়ম্বরে পালিত হল রাখিবন্ধন উৎসব। বৃহস্পতিবার সকালে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। চলে জওয়ানদের মিষ্টিমুখ করবার প্রক্রিয়াও। যাকে ঘিরে  এদিন এক মেলবন্ধনের রুপ নেয় ভারত ও বাংলাদেশের মধ্যে। দুদেশের জিরো পয়েন্টে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির হন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের সেনা জওয়ানরাও। যাদের হাতেই রাখি পরিয়ে সেনা জওয়ানদের মঙ্গল কামনা করেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। একইভাবে এই দিনটিকে একটু আলাদাভাবে অনুভব করতে পেরে কিছুটা খুশিতে আপ্লুত হন দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। 


স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে সুচরিতা পান্ডে ও শ্রুতি গুপ্তা রা বলেন, শুধুমাত্র আমাদের নিরাপত্তা দিতেই দেশের সেনা জওয়ানরা পরিবার ছেড়ে দিন রাত এক করে সীমান্তে পড়ে রয়েছেন। তাই এই বিশেষ দিনটিতে তাদের হাতে রাখি পরিয়ে তাদের মঙ্গল কামনা করেছেন তারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here