হিলির নাবালিকা ধর্ষণের চেষ্টার মামলার তদন্তে তৎপর হলো পুলিশ

0
166

হিলির নাবালিকা ধর্ষণের চেষ্টার মামলার তদন্তে তৎপর হলো পুলিশ। অভিযুক্ত রাকেশ শীলের বিরুদ্ধে যুক্ত হল নতুন ধারা

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৮ জুলাই ——– নাবালিকাকে ধর্ষণের চেষ্টার মামলার তদন্তে তৎপর হলো পুলিশ। অভিযুক্ত রাকেশ শীলের বিরুদ্ধে যুক্ত হলো নতুন ধারা। পুলিশি আবেদনের ভিত্তিতেই নতুন সংযোজন বলে আদালত সূত্রের খবর। প্রসঙ্গত, চলতি বছরের ২৮শে মে তারিখে দল থেকে অপসারিত তৃণমূল শ্রমিক নেতা রাকেশ শীলের বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ উঠে। যা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা দক্ষিণ দিনাজপুর জেলায়। যদিও ঘটনার পর থেকেই অভিযুক্ত রাকেশ শীলকে আর সেভাবে জেলায় দেখা যায়নি। তবে ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও অধরা এই মামলার মূল অভিযুক্ত রাকেশ শীল। যদিও তার দাবি, মিথ্যে অভিযোগে তাকে ফাসানো হয়েছে। এদিকে এরই মাঝে নির্যাতিতা তথা ওই নাবালিকা পরিবারের এক সদস্যা সংবাদমাধ্যমের সামনে অভিযুক্ত রাকেশ শীলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার জন্য হুমকি দেওয়া এবং পরিবারের লোকেদের মারধোর করার অভিযোগ তুলে সরব হয়েছে। একইসাথে ওই নির্যাতিতা পরিবারের এক সদস্যাকে ঘরছাড়া করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। যা নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিও জানিয়েছেন ওই নির্যাতিতা পরিবারের সদস্যা। অপরদিকে সোমবার আদালত সূত্রে জানা গিয়েছে এই মামলার মূল অভিযুক্ত রাকেশ শীলের বিরুদ্ধে আরও একটি নতুন ধারা যুক্ত হয়েছে।

বালুরঘাট জেলা আদালতের সরকার পক্ষের আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে আবেদনের ভিত্তিতে এই মামলায় অভিযুক্তের বিরুদ্ধে ৪নং ধারা যুক্ত করার অনুমতি দিয়েছে আদালত।

জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন, এব্যাপারে যদি কারো কোন অভিযোগ থাকে থানায় এসে সরাসরি অভিযোগ জানাতে পারবে। পুলিশি সুরক্ষাতে রয়েছে নির্যাতিতার পরিবার। সমস্ত বিষয় আমাদের নজরে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here