হিলিতে ভয়ংকর চক্রান্ত! বাংলাদেশিদের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার মাস্টারমাইন্ড গ্রেফতার

0
132

হিলিতে ভয়ংকর চক্রান্ত! বাংলাদেশিদের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার মাস্টারমাইন্ড গ্রেফতার

বালুরঘাট, ৮ মার্চ —— সীমান্তের শহর হিলিতে ফাঁস হলো এক চাঞ্চল্যকর কেলেঙ্কারি! মোটা টাকার বিনিময়ে রাতারাতি ভারতীয় পরিচয়পত্র পাচ্ছিল বাংলাদেশিরা। আধার, প্যান ও ভোটার কার্ড তৈরির এই চক্রের মূল পান্ডা রফিজ খা কে শুক্রবার রাতে হিলি থানার পুলিশ গ্রেফতার করেছে। শনিবার বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনার জেরে উত্তপ্ত দক্ষিণ দিনাজপুরের সীমান্ত এলাকা।

পুলিশি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে পড়া বাংলাদেশিরা মাত্র কয়েক দিনের ব্যবধানে হয়ে উঠছিল ভারতীয় নাগরিক! কাগজপত্র সত্যায়িত করার দায়িত্বে থাকা ব্যাঙ্ক কর্মীদের হাত দিয়েই গড়ে উঠছিল নকল পরিচয়পত্র। রাতারাতি বৈধ হয়ে উঠছিলেন অনুপ্রবেশকারীরা।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বুধবার রাতে প্রথমে বাংলাদেশি নাগরিক শ্যাম সাহা-সহ তিনজনকে গ্রেফতার করে। তারপরই শুরু হয় জেরা, আর তাতেই বেরিয়ে আসে একের পর এক বিস্ফোরক তথ্য। তদন্তে উঠে আসে হিলির কিসমতদাপট এলাকার বাসিন্দা, পেশায় ব্যাঙ্ক কর্মী অলোক পালের নাম। অভিযোগ, মাত্র ২২ হাজার টাকার বিনিময়ে অলোক পাল শ্যাম সাহার জন্য নকল নথির ভিত্তিতে আধার ও প্যান কার্ড তৈরি করে দিয়েছিলেন।

এতেই শেষ নয়! অলোক পালকে জেরা করতেই সামনে আসে আরও বড় নাম— রফিজ খা। পুলিশ জানতে পারে, দীর্ঘদিন ধরে এই চক্রের মাধ্যমে ভুয়ো নথি তৈরি করে বাংলাদেশিদের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার কাজ করছিলেন রফিজ। তার হাত দিয়েই অসংখ্য বাংলাদেশি অবৈধভাবে ভারতীয় পরিচয় পেয়েছে বলে অনুমান তদন্তকারীদের।

এই চক্র ফাঁস হওয়ার পর দক্ষিণ দিনাজপুরের সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে সীমান্ত সুরক্ষার কার্যকারিতা নিয়েও। কীভাবে এত সহজে ভুয়ো নথির মাধ্যমে বাংলাদেশিরা ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাচ্ছিল, সেটাই এখন তদন্তের প্রধান বিষয়।

জেলা আদালতের সরকারি আইনজীবী অলিপ বসাক জানিয়েছেন, “রফিজ খাকে চার দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রের খবর, এই চক্র শুধু দক্ষিণ দিনাজপুরেই নয়, তার শিকড় ছড়িয়ে পড়েছে আশপাশের জেলা এবং অন্যান্য রাজ্যেও। তদন্তকারীরা মনে করছেন, এই কেলেঙ্কারির পেছনে আরও বড় কোনও নেটওয়ার্ক কাজ করছে। রফিজ খার গ্রেফতারের পর হয়তো সামনে আসবে আরও বড় নাম! পুলিশি তদন্তের দিকে এখন তাকিয়ে গোটা জেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here