হিলিতে তৃণমূলের বিরুদ্ধে দাড়ালো তৃনমুলীরাই, অনাস্থা ভোটে হারল তৃণমূল প্রধান

0
558

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৯ জুলাই–––বিরোধীরা নন, তৃণমূলের বিরুদ্ধে ময়দানে এখন তৃণমূলীরাই। রাজ্য রাজনীতির সমস্ত সমীকরণ উলটে ফেলে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে অনাস্থা ভোটে হারালো খোদ তৃণমূল। দক্ষিণ দিনাজপুরের সীমান্ত লাগোয়া হিলি ব্লকের ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের এমন ঘটনায় রীতিমতো আলোড়ন পড়েছে গোটা জেলাজুড়ে। বিজেপির টিকিটে জিতে তৃণমূলের সমর্থনে প্রধান হয়েছিলেন বিজেপি প্রার্থী শেফালি বর্মন। পরে ঘাসফুল শিবিরে নিজের নাম লেখালেও, সেই প্রধানকে সরাতেই আস্থা ভোটে একজোট হল তৃণমূল- বিজেপি। শুক্রবার যে ভোটপর্বকে ঘিরে টানটান উত্তেজনা ছিল হিলির ত্রিমোহিনী এলাকা। নামানো হয়েছিল প্রচুর পুলিশ বাহিনীও। ১৪ জুলাই নতুন করে ওই পঞ্চায়েতের প্রধান কে নির্বাচিত হবে যাকে ঘিরেও রীতিমতো গুঞ্জন ছড়িয়েছে এলাকায় । যদিও এবিষয় নিয়ে দলের তরফে তেমনভাবে কেউই মুখ খুলতে চাননি।

তৃণমূলের তরফে বিদ্যুৎ বিশ্বাস জানিয়েছেন, প্রধানের বিরুদ্ধে বিজেপি অনাস্থা ডেকেছিল । এদিন ভোট দিয়েছেন সকলে । 

জানাগিয়েছে, হিলি ব্লকের অন্তর্গত ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৪টি । এবারের নির্বাচনে তৃণমূল ৬ টি আসন পেলেই । ১টি নির্দল এবং বাকি ৭ আসন বিজেপির দখলে যায় । নির্দল প্রার্থী মোসলেম মন্ডল সহ বিজেপির মহিলা প্রার্থী শেফালী বর্মন কে তৃনমূলে নিয়ে বিজেপিকে বোর্ড গড়তে আটকে দেয় ঘাসফুল শিবির। বিজেপির হাতে থাকা বাকি ৬ মেম্বারের মধ্যে এক জনের মৃত্যু হয় । অবশিষ্ট ৫ সদস্যকে নিয়ে পঞ্চায়েত প্রধানের ওদ্ধত্য ও দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে অনাস্থা ভোটের ডাক দেয় বিজেপি। যার ভোট পর্ব ছিল এদিন। শুক্রবার সকালে সেই ভোটের আগেই বিজেপির দুই পঞ্চায়েত সদস্য পার্থ রায় ও মৃনাল সরকারকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে দেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। হিসাব অনুযায়ী প্রধান শেফালী বর্মনের ভোটে জেতার কথা থাকলেও তৃণমূলের কোন সদস্য তাকে ভোট না দেওয়ায় প্রধান হেরে যান। ১৪ আসন বিশিষ্ট ওই পঞ্চায়েতে ১২ জন সদস্যই হাত তুলে ওই প্রধানের বিরুদ্ধে তাদের আপত্তির কথা জানান। আর যার ফলে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে।
যদিও হিলির বিজেপি নেতা জয়ন্ত প্রামানিকের দাবি, ক্ষমতা ও ভয় দেখিয়ে তাদের সদস্যদের দলে টানছে তৃণমূল।  যার বিরুদ্ধে আগামীতে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here