হিন্দু-মুসলিম উভয়ের উদ্যোগে হরিশ্চন্দ্রপুরে অনুষ্ঠিত হলো শতবর্ষ প্রাচীন আদিবাসী নৃত্য মেলা।

0
442

হরিশ্চন্দ্রপুর, 18 অক্টোবর:-হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের উদ্যোগে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুমেদপুর তালগ্রাম হাটে আজ অনুষ্ঠিত হয়ে গেল শতবর্ষ প্রাচীন আদিবাসী নৃত্যের মেলা। হরিশ্চন্দ্রপুর সহ জেলার 12 খানা সাঁওতালি নৃত্যের দল এই মেলায় অংশগ্রহণ করেছিল।


শতবর্ষ ধরে চলছে হরিশ্চন্দ্রপুর তালগ্রাম হাট অঞ্চলে আদিবাসী নৃত্যের মেলা। এই কুমেদপুর তালগ্রাম হাটে দীর্ঘদিন ধরে এলাকার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ দূর্গা পূজার আয়োজন করে থাকে। এই পূজার অধিকাংশই ব্যয় ভার বহন করে সদলী চক হাই স্কুলের ম্যানেজিং কমিটি। মুসলিম অধ্যুষিত এলাকা হলেও কুমেদপুর তালগ্রাম হাটে র দুর্গাপূজা আয়োজনে কোন ত্রুটি রাখেন না মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। দুর্গাপূজার পাশাপাশি বিজয়াদশমী থেকে শুরু হয় মেলা। সাঁওতালি নৃত্য প্রতিযোগিতা আকর্ষণের কেন্দ্রবিন্দু বহুযুগ ধরে। এলাকার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ কুমেদপুর তালগ্রাম হাটের মাঠে ভিড় জমায় এই আদিবাসী নৃত্য প্রতিযোগিতা দেখার জন্য। আজ এর ব্যতিক্রম হয়নি।
কুমেদপুর তালগ্রাম হাট সার্বজনীন দুর্গাপূজা কমিটি আয়োজিত এই আদিবাসী নৃত্য প্রতিযোগীতার মেলায় আজ উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বকশি, আদিবাসী সেলের নেতা চুনিয়া মুর্মু, হরিশ্চন্দ্রপুর বিধায়ক নাজমুল হোসেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন , সহ আরো অনেকে।
হরিশ্চন্দ্রপুর থানা এলাকার একাধিক গ্রামের হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ ভিড় জমিয়েছিল এই আদিবাসী নৃত্য মেলা দেখার জন্য।


মেলা কমিটির আয়োজক আশরাফুল হক জানান দীর্ঘদিন ধরে চলা এই আদিবাসীদের নৃত্যের মেলা এলাকার ঐতিহ্য হয়ে উঠেছে। এলাকার হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে এই মেলা আয়োজন করে থাকে । হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের কুমেদপুর এলাকা প্রত্যন্ত অঞ্চল এলাকার অধিকাংশ মানুষ গরিব। ইচ্ছে থাকলেও এবার পুজোয় আনন্দ করতে পারে না তাই। দুর্গাপূজার সময় এলাকার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের কাঁধে কাঁধ মিলিয়ে পুজোও মেলার আয়োজন করে থাকে। এই পুজোর মেলাতে উভয় সম্প্রদায়ের মানুষ ই হাতে হাত মিলিয়ে পুজোর আয়োজন করে।


এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বকশি। তিনি জানান এই ঐতিহ্য মেলায় আজ অংশগ্রহণ করতে পেরে তিনি আনন্দে আপ্লুত। জেলার প্রত্যন্ত অঞ্চলে এইভাবে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির নজির সৃষ্টি করছে যা জেলা সহ রাজ্যে উদাহরণ তৈরি করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here