হিংসা বিদ্বেষ দূর করে ভালোবাসা ও ভাতৃত্বের বন্ধন

0
222

হিংসা বিদ্বেষ দূর করে ভালোবাসা ও ভাতৃত্বের বন্ধন অটুট করতে দেশভাগের যন্ত্রণা ময় স্মৃতিকেই পুজো মন্ডপে তুলে ধরছে কালিয়াগঞ্জের নসিরহাট হরিহরপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। ৫৬ তম বর্ষে তাদের পুজোর থিম ‘ ভালোবাসা আলাদীন’। পুজো কমিটির সদস্য শুভময় সরকার বলেন, দেশ ভাগের যন্ত্রনায় ভিটেমাটি ছাড়া হয়ে যখন সবাই এসেছিল নিরাপদ আশ্রয়ের খোঁজে তখন ঘর হারানো মানুষ গুলো মন চঞ্চল ছিল। তাই তারা মায়ের কাছে প্রার্থনা করেছিল সব ঠিক করে দিতে। একি ভাবে এখন বিভিন্ন দেশে যেমন যুদ্ধ চলছে পাশাপাশি দেশের অন্দরেও হিংসা বিদ্বেষের কারণে ঘরছাড়া হচ্ছে বহু মানুষ। তাদের জীবনের দুঃখ কষ্ট থেকে রক্ষা পেতে মা দুর্গার শরণাপন্ন হওয়ার দৃশ্য ফুটিয়ে তোলা হবে পুজো মন্ডপে। ভাঙা জমিদার বাড়িতে দেবী দুর্গা সপরিবারে থাকবেন। আলো আধারী ও মন্ডপ শিল্পী থিমের কল্পনা ফুটিয়ে তুলবেন। পূজা কমেটির বিশ্বাস যেভাবে প্রতিবছর পূজা মন্ডপে মানুষের ঢল নামে এবারো ঢল নামবে পূজার দিন গুলিতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here