বালুরঘাট, ৩১ জানুয়ারী —-বালুরঘাটের খাসপুর গ্রামীণ হাসপাতালে নতুন ভবন নির্মাণকে ঘিরে দুর্নীতির অভিযোগে উত্তাল এলাকা। নিম্নমানের সামগ্রী ব্যবহার ও সরকারি নিয়ম না মানার প্রতিবাদে টানা তিনদিন ধরে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে হাসপাতালের প্রয়োজনে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয় সম্প্রতি। স্থানীয় একটি ঠিকাদার সংস্থার মাধ্যমে এই কাজ পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। তবে গ্রামবাসীদের অভিযোগ, শুরু থেকেই নিয়মবহির্ভূতভাবে চলছে নির্মাণ। কোথাও কাজের সিডিউল টাঙানো হয়নি, ব্যবহার করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের বালি ও পাথর। এমনকি বালির পরিবর্তে মাটি দিয়ে ভবনের নিচের অংশ ভরাট করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দা রঞ্জন সরকারের কথায়, “সরকারি কাজ অথচ কোনো নিয়ম মানা হচ্ছে না। নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন তৈরি হলে ভবিষ্যতে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই বাধ্য হয়েই আমরা কাজ বন্ধ করেছি। নিয়ম মেনে হাসপাতালের ভবন হোক, এটাই আমাদের দাবি।”
অন্যদিকে, কাজে নিযুক্ত ঠিকাদার সংস্থার এক কর্মী ভূপেন মালী জানান, নিম্নমানের কাজের অভিযোগ তুলে গ্রামবাসীরা তিনদিন ধরে নির্মাণকাজ বন্ধ করে রেখেছেন।
এ বিষয়ে খাসপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ অপর্ণা সরকার বলেন, কাজ ঠিকমতো হচ্ছে না এমন অভিযোগে নির্মাণ বন্ধ করেছেন গ্রামবাসীরা—এ কথা আমি শুনেছি।
এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ করে তদন্ত করা হোক এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। নচেৎ স্বাস্থ্য পরিষেবার জন্য গুরুত্বপূর্ণ এই ভবন ভবিষ্যতে বিপদের কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা তাঁদের।
সরকারি অর্থে গড়া হাসপাতালের ভবনেই যদি এমন অনিয়ম চলে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়—এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে খাসপুরে
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর হাসপাতালের ভিতেই দুর্নীতি! ক্ষোভে ফুঁসছে খাসপুর, কাজ বন্ধ গ্রামবাসীদের























