শিলিগুড়ি:-হারিয়ে যাওয়া গাড়ি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।বেষকয়েকদিন আগে এনজেপি অম্বিকানগর এলাকা থেকে একটি অজানা স্কুটি উদ্ধার করে এনজেপি থানার পুলিশ।অন্যদিকে ফুলবাড়ি পুর্ব ধনতলা এলাকা থেকে গত ৮ই আগস্ট বাড়ির সামনে থেকে একটি স্কুটি চুরি যায়।স্কুটি চুরি সংক্রান্ত এমন একটি মৌখিক অভিযোগ পুলিশের কাছে এলে,তদন্তের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে উদ্ধার হওয়া স্কুটিটি ফুলবাড়ীর পুর্ব ধনতলার অভিযোগকারী প্রসেঞ্জিত দাসের।পরবর্তিতে অভিযোগকারীদের সঙ্গে যোগাযোগ করে শনিবার উপযুক্ত প্রমান দেখে তাদের হাতে স্কুটিটি তুলে দেন এনজেপি থানার পুলিশ।পুলিশের এহেন ভুমিকায় খুশি প্রসেঞ্জিত দাসের পরিবার।
Home বাংলা উত্তর বাংলা হারিয়ে যাওয়া গাড়ি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল নিউ জলপাইগুড়ি...

















