জলপাইগুড়িঃ- হাত-পা বাধা অবস্থায় জলাশয়ের মধ্য থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, এটি খুনের ঘটনা। অন্য কোথাও খুন করে এখানে ফেলে দেওয়া হয়েছে। জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন বাজিদপাড়ার ঘটনা।
বুধবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা দেখতে পান স্থানীয় একটি স্কুলের পাশের জলাশয়ে একটি দেহ ভেসে রয়েছে। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায়। খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। দেখা যায়, মৃত ব্যক্তির হাত-পা বাধা। মুখে-মাথায় আঘাতের চিনহ রয়েছে। মৃত ব্যক্তি এলাকায় অপরিচিত বলে জানিয়েছেন স্থানীয়রা।
যে জায়াগায় দেহ পাওয়া গিয়েছে, তার পাশ দিয়েই গিয়েছে জলপাইগুড়ি-শিলিগুড়ি বাইপাস রোড। স্থানীয় বাসিন্দা এবং পুলিশের প্রাথমিক অনুমান, অন্য কোথাও খুন করে কাল গভীর রাতে এখানে এনে ফেলে দেওয়া হয়েছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই ঘটনাটি খুনের কিনা তা স্পস্ট হবে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি মৃত ব্যক্তির নাম, পরিচয় খুজে বার করতে তদন্তে নেমেছে পুলিশ।