হাত দিয়ে টানতেই উঠে আসছে ড্রেনের ইট, বালুরঘাটে ঠিকাদারের নিম্নমানের কাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করে বিক্ষোভ বাসিন্দাদের
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৯ এপ্রিল––– সিডিউল না মেনে নিম্নমানের কাজের অভিযোগ তুলে রাস্তা ও ড্রেনের কাজ বন্ধ করে দিল বাসিন্দারা। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পুরসভার অন্তর্গত চকভৃগুর ১৪ নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ, সরকারী নিয়ম ভেঙে কাজে নিযুক্ত ঠিকাদার লাল বালির পরিবর্তে সাদা বালি দিয়ে অত্যন্ত নিম্নমানের কাজ করছিল এলাকায় । যার কারনে হাত দিয়ে টানতেই উঠে আসছে ওই নবনির্মিত ড্রেনের ইট বলে অভিযোগ। বিষয়টি পুরসভা কর্তৃপক্ষ এবং মহকুমা প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি বলেও অভিযোগ বাসিন্দাদের।আর যার কারনে একপ্রকার বাধ্য হয়েই ওই কাজ বন্ধ করে দিয়েছেন বাসিন্দারা ।

বাসিন্দারা জানিয়েছেন, ভোটের আগেই এলাকার নিকাশি ব্যবস্থ্যার উন্নতি করতে ড্রেনেজের কাজ শুরু হয় পুরসভার তরফে। কিন্তু প্রথম থেকেই অতি নিম্ন মানের কাজ করা হচ্ছিল । ঘটনার পর দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে অভিযোগ করেও কোন ফল পাননি বাসিন্দারা । উল্টে ওই ঠিকাদার কাজ চালিয়ে যেতে থাকে। ঘটনা জানিয়ে মহকুমা প্রশাসন ও পুরকতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোন লাভ হয়নি । এদিন ফের ওই ঠিকাদার নিম্নমানের মশলা দিয়ে এলাকায় ড্রেন ও ঢালাই রাস্তার কাজ শুরু করে। যার পরেই উত্তেজিত বাসিন্দারা একত্রিত ভাবে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান।
স্থানীয় বাসিন্দা তুলসি সরকার ও শংকর দাসরা জানিয়েছেন, সিডিউল প্রকাশ্যে না এনে নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছিল । এই এলাকা এমনিতেই বন্যা কবলিত । যে সব নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, কিছু সময় পর হাত দিয়েই উঠে যাচ্ছে সিমেন্ট বালি । বাধ্য হয়ে কাজ বন্ধ করে দিয়েছেন তারা।
কাজে নিযুক্ত এক কর্মী বিভাস বর্মন জানিয়েছেন, তাদের কে ঠিকাদারের তরফে যে সামগ্রী দিয়ে কাজ করতে বলা হয়েছে । তা দিয়েই তারা কাজ করছেন ।