হাতির হানা অব্যাহত ডুয়ার্সের চা বলয়ে। বুধবার গভীর রাতে বুনো হাতির হানার ঘটনা ঘটে কালচিনি ব্লকের ভার্নাবাড়ি চা বাগানে। বুনো হাতি হানা দিয়ে এলাকার বাসিন্দা কাজরি ওরাঁও এর ঘড় ভেঙ্গে দেয় ঘড়ের ভেতরে থাকা আসবাপত্র ভেঙ্গে দেয়। এছাড়া একটি দোকান ঘড়েও তাণ্ডব চালায়।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর হাতির হানা অব্যাহত ডুয়ার্সের চা বলয়ে। বুধবার গভীর রাতে বুনো হাতির হানার...