হাতির হানায় মৃত্যু হল এক যুবকের। এই ঘটনায় রবিবার সকালে মাদারিহাট এলাকায় ব্যাপক চ্যাঞ্চল্য ছড়িয়েছে

0
96

আলিপুরদুয়ার: হাতির হানায় মৃত্যু হল এক যুবকের। এই ঘটনায় রবিবার সকালে মাদারিহাট এলাকায় ব্যাপক চ্যাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুববকের নাম আকাশ দাস।

এলাকার বাসিন্দারা তিনটি হাতি শনিবার রাতে তান্ডব চালায় মধ্য মাদারিহাটে। হাতির আওয়াজ পেয়েই বাড়ির বাইরে বেরিয়েছিলেন আকাশ দাস। কিন্ত তার কাছেই যে মস্তিতে থাকা দামাল হাতি দাঁড়িয়ে ছিল ঘুণাক্ষরেও টের পাননি আকাশ। মুহূর্তের মধ্যেই আকাশকে শুঁড়ে পেঁচিয়ে তুলে নিয়ে যায় প্রায় এক কিলোমিটার দূরে। রাতভর খুঁজেও ছেলের খোঁজ পাননি বাবা অভিজিত দাস কাকা সত্যজিত দাস ও মনোজ দাস। রবিবার সকালে হাত পা ভাঙ্গা আকাশের দেহ একটি জমিতে পড়ে থাকতে দেখেন গ্রাম বাসীরা। বনদপ্তর ও পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে আসে।
ঘটনাস্থলে যান আলিপুরদুয়ার জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ দীপনারায়ন সিনহা, বিজেপির মাদারিহাট ১৮ নম্বর মন্ডল সভাপতি অনুপম ভারতী। সন্ধা রাতে ২৮ বছরের এই যুবকের মৃত্যুর ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার জনগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here