হাতির হানায় বৃদ্ধের মৃত্যু

0
409

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: এক সপ্তাহের মধ্যেই ফের হাতির হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘিয়েছে কালচিনি ব্লকের চিনচুলা চা বাগানে।মৃত ব্যক্তির নাম কিরণ সুব্বা(৬০)। তার পরিবার সূত্রে জানা গেছে , শুক্রবার আনুমানিক ভোর সাড়ে ৪ টার দিকে কিরণ সুব্বা বাড়ির বাইরে এলে, সে সময় এলাকায় ঘুরতে থাকা এক বুনো হাতি তার ওপর হামলা চালায়, এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।’ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে কালচিনি থানার পুলিশ।প্রসঙ্গত উল্লেখ, গত মঙ্গলবার এই জেলারই কুমারগ্রাম ব্লকের মারাখাতাতেও হাতির হানায় একজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। এই অবস্থায় পুরো জেলা জুড়ে হাতির আতংক বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here