হাতির হানায় গুরুতর আহত এক বন কর্মী,আহত আরও এক

0
157

শিলিগুড়ি:-

ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যা নাগাদ টাইপো বিতের অন্তর্গত পানিকুয়া গভীর জঙ্গলে।জানা গিয়েছে,বন বিভাগের কর্মীরা অরণ্য সাথীর আওতায় গভীর জঙ্গলে হাতির গতিবিধির ওপর নগর রাখতে টহল দিচ্ছিলেন।আচমকা সামনে হাতি এলে ঘটনায় গুরতর জখম হন সুবল রাই নামের এক বনকর্মী।ঘটনায় দাওয়া লেপচা নামক অপর এক বন কর্মী আহত হয়।তড়িঘড়ি গুরুতর আহত বন কর্মীকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।বর্তমানে সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি।অপরকে বাগডোগরা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here