হাতির সাথে ট্রাকের সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে থাকা দোকানগুলোতে ঢুকে পড়লো ট্রাক

0
359

আলিপুরদুয়ার। ,হাতির সাথে ট্রাকের সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে থাকা দোকানগুলোতে ঢুকে পড়লো ট্রাক।ব্যাপক ক্ষতিগ্রস্ত তিনটি দোকান, মাথায় হাত ব্যবসায়ীদের। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দলসিংপাড়া জিএসটি মোড় এলাকার। স্থানীয় সূত্রে খবর, বুধবার গভীর রাতে জয়গাঁ থেকে হাসিমারা গামী বারো চাকার একটি ট্রাকের সামনে আচমকা একটি হাতি চলে আসে, হাতিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি প্রথমে হাতিটির আংশিক সংঘর্ষ হয়, এরপর ট্রাকটি সড়কের ধারে থাকা তিনটি দোকানে ঢুকে পড়ে।এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে জিএসটি মোড় এলাকার ব্যবসায়ী উর্গেন গুরুংয়ের চায়ের দোকান, দীপক গোয়েলের মোটর পার্টসের দোকান ও রাজু ঠাকুরের সেলুন দোকান। এই ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষাধিক টাকা এমনটাই দাবি ব্যবসায়ীদের। অন্যদিকে, এ ঘটনায় ট্রাকটিরও সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। ঘটনাস্থলের কয়েক মিটার দূরত্বেই রয়েছে জয়গাঁ থানার অন্তর্গত জিএসটি চেকপোস্ট। ঘটনার খবর পেয়ে ট্রাক চালককে উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে, হঠাৎ তিনটি হাতি চলে আসে সড়কে। এরপর হাতিগুলো পুনরায় জঙ্গলমুখ হলে পুলিশ কর্মীরা আহত ট্রাক চালককে উদ্ধার করে প্রথমে লতাবাড়ি গ্রামীন হাসপাতাল নিয়ে এলে তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here