শিলিগুড়ি:-হাওড়াগামী স্পেশাল ট্রেনে হানা দিয়ে ১৩টি সোনার বিস্কুট সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের কর্মীরা।জানা গিয়েছে,গোহাটি হওড়া স্পেশাল ট্রেনের সংরক্ষিত কামরায় হওড়া যাচ্ছিল শেখ সেইফুল রহমান।গোপন সুত্রের খবরের ভিত্তিতে নিউজলপাইগুড়ি স্টেশনে ট্রেন পৌছাতে নিদিষ্ট সংরক্ষিত কামরাটিতে তল্লাশি চালায় ডিআরআই।হওড়ার বাসিন্দা বাসিন্দা শেখ সেইফুল রহমান কে জিঞ্জাসাবাদ করে আধিকারিকরা কথায় অসঙ্গতি হওয়ায় তার তল্লাশি নেয় আধিকারিকরা।তার শরিরে তল্লাশি চালিয়ে ১৩টি সোনার বিস্কুট উদ্ধার করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের কর্মীরা।উদ্ধার হওয়া সোনার বিস্কুটের আনুমানিক বাজার মূল্য ১কোটি ৮লক্ষ ১হাজার ৬টাকা।ধৃত শেখ সেইফুল রহমান কে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।
Home বাংলা উত্তর বাংলা হাওড়াগামী স্পেশাল ট্রেনে হানা দিয়ে ১৩টি সোনার বিস্কুট সহ এক ব্যাক্তিকে গ্রেফতার...