হাই মাদ্রাসার জেলাস্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল চাঁচলে

0
323

হাই মাদ্রাসার জেলাস্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল চাঁচলে।

মালদা,৭ জানুয়ারি :
রবিবার দিন মালদা জেলার চাঁচল কলেজ মাঠে অনুষ্ঠিত হল হাই মাদ্রাসার জেলাস্তরের ১৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
এদিন জেলার হাই মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা পতাকা উত্তোলন,মশাল দৌড়,পেরেড, প্রদীপ প্রজ্জ্বলন ও শপথ গ্রহনের মধ্যে দিয়ে ২০২৩- ২৪ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী তজমুল হোসেন,রাজ্য সভার সংসদ মৌসম নূর ,বিধায়ক আব্দুর রহিম বক্সি,নীহার রঞ্জন ঘোষ,জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ,সহ সভাধিপতি এটিএম রফিকুল হোসেন সহ বিশিষ্টজনেরা।এদিন আগত অতিথিদের ফুলের তোরা,শাল, মোমেন্টো দিয়ে বরণ করা হয়।

প্রতিযোগিতায় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বিভাগের রানিং,থ্রোয়িং,জাম্পিং সহ মোট ৬০ টি প্রতিযোগিতায় অংশ নেয়। প্রত্যেক প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here