হাঁটু প্রতিস্থাপনের পর এবার কনুই, একের পর এক সফলতা রায়গঞ্জের বেসরকারি হাসপাতালে

0
74

হাঁটু প্রতিস্থাপনের পর এবার কনুই, একের পর এক সফলতা রায়গঞ্জের বেসরকারি হাসপাতালে#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ হাঁটু প্রতিস্থাপনে সাফল্যের পর এবার কনুই প্রতিস্থাপন! উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বেসরকারি হাসপাতাল জীবনরেখার চিকিৎসাক্ষেত্রে ঘটল আরও এক নজিরবিহীন সাফল্য। রায়গঞ্জ ছত্রপুরের বাসিন্দা ৫৬ বছর বয়সী প্রশান্ত চন্দ্র মুখার্জির কনুই প্রতিস্থাপনের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে গত ১৬ই আগস্ট। এতে ভীষণ খুশি চিকিৎসক থেকে সাধারণ মানুষপ্রসঙ্গত, দীর্ঘদিন ধরে প্রশান্তবাবু কনুইয়ের গুরুতর সমস্যায় ভুগছিলেন। আঘাতজনিত কারণে তাঁর হাত নাড়াচাড়া করা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। জীবনরেখার কর্ণধার ডা শান্তনু দাস বলেন, চিকিৎসকদের পরামর্শে শেষমেশ কনুই প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। জটিল একটি অস্ত্রোপচারের পর চিকিৎসক দল সফলভাবে তাঁর কনুই প্রতিস্থাপন করতে সক্ষম হন।হাসপাতালের সিনিয়র অর্থোপেডিক সার্জেন জানিয়েছেন, “রায়গঞ্জে কনুই প্রতিস্থাপনের মতো জটিল অপারেশন এত সফলভাবে সম্পন্ন হল। আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং দক্ষ টিমের প্রচেষ্টাতেই এই সাফল্য সম্ভব হয়েছে।” তিনি আরও জানান, রোগী এখন সম্পূর্ণ সুস্থতার পথে, এবং দ্রুত ফিজিওথেরাপির মাধ্যমে তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।স্থানীয় মানুষের মতে, রাজধানী বা মেট্রো শহরে না গিয়ে জেলার মধ্যেই এমন উচ্চমানের চিকিৎসা পাওয়া গর্বের বিষয়। হাঁটু প্রতিস্থাপনের পর কনুই প্রতিস্থ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here