“হলমার্ক চিনুন, প্রতারণা এড়ান”—বালুরঘাটে BIS ও সাইবার অপরাধ নিয়ে সচেতনতা শিবিরে জোর বার্তা

0
144

“হলমার্ক চিনুন, প্রতারণা এড়ান”—বালুরঘাটে BIS ও সাইবার অপরাধ নিয়ে সচেতনতা শিবিরে জোর বার্তা

বালুরঘাট, ১৫ মে —– সোনার গয়না থেকে ইলেকট্রনিক সামগ্রী—যে কোনও পণ্যের মান নিয়ে প্রশ্ন থাকলে উত্তর একটাই, ভারতীয় মানক সূচক বা BIS। অথচ এই চিহ্ন না দেখে অনেকেই আজও পণ্য কিনে ঠকছেন। পাশাপাশি, অনলাইনের দুনিয়ায় বাড়ছে সাইবার প্রতারণা। আধুনিক জীবনের এই দুই ঝুঁকি মোকাবিলায় বৃহস্পতিবার এক ব্যতিক্রমী সচেতনতা শিবিরের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা ক্রেতা সুরক্ষা দপ্তর।

বালুরঘাট কলেজ মিউজিয়ামের সভাকক্ষে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন BIS-এর গবেষক ও ডেপুটি ডিরেক্টর মৈনাক গাঁতাইত এবং বালুরঘাট সাইবার থানার আধিকারিকেরা। পড়ুয়া থেকে অধ্যাপক—বহু মানুষ অংশ নেন এই সচেতনতা অভিযানে।

‘আমরা এখন ক্রমশ অনলাইনমুখী। কিন্তু তার জেরেই প্রতারণার সম্ভাবনাও বেড়েছে। মানুষ যাতে ঠকে না যায়, সেই কারণেই এই উদ্যোগ,’’ বলেন জেলা সহ-অধিকর্তা বিধানচন্দ্র ঘরামি।

শিবিরে BIS-এর ‘Care’ অ্যাপের কথাও তুলে ধরা হয়, যা ব্যবহার করে হলমার্ক-সহ পণ্যের মান যাচাই করা যায়। উপস্থিত পড়ুয়ারা জানিয়েছেন, এই ধরনের তথ্য আগে তাঁদের অজানা ছিল।

মৈনাকবাবুর কথায়, ‘‘মানক চিহ্ন থাকা মানেই শুধু গুণগত মান নয়, গ্রাহকের অধিকার রক্ষারও নিশ্চয়তা।’’

মানুষের হাতে যখন ক্রয়ের স্বাধীনতা, তখন সচেতন থাকাটাই বড় অস্ত্র। বালুরঘাটের এই শিবির সেই বার্তাই যেন আরও একবার মনে করিয়ে দিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here