হর ঘর তিরঙ্গা অভিযান সফলে সীমান্তে জাতীয় পতাকা বিলি বিএসএফের

0
217

হর ঘর তিরঙ্গা অভিযান সফলে সীমান্তে জাতীয় পতাকা বিলি বিএসএফের, বাংলাদেশ সীমান্ত লাগোয়া দুর্গাপুরে অনুষ্ঠানের আয়োজন


পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৩ আগস্ট— হর ঘর তিরঙ্গা অভিযান কে সফল করতে সীমান্তে জাতীয় পতাকা বিলি বিএসএফের। স্বাধীনতার অমৃত মহোৎসবকে সামনে রেখে হর ঘর তিরঙ্গা ক্যাম্পেনিং সফল করতে মাঠে নেমেছে বিএসএফ বাহিনী। শনিবার সেই হিসাবেই দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তের দুর্গাপুর বিওপিতে জাতীয় পতাকা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ১৩৭ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে হর ঘর তিরঙ্গার গুরুত্ব তুলে ধরে সীমান্তের বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয় জাতীয় পতাকা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটালিয়নের কমানডেন্টে বিজয় সিনহা। এদিন গ্রামের মহিলা পুরুষ সহ সকলের হাতেই জাতীয় পতাকা তুলে দেয়া হয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর তরফে। 
১৩৭ ব্যাটেলিয়নের কমানডেন্ট বিজয় সিনহা বলেন, ৭৫ তম বর্ষে হর ঘর তিরঙ্গা উড়াতে এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রামের মানুষের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here