হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পদে পুনর্বহাল মনোজিৎ দাস
কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ, সংবর্ধনায় ভাসলেন নেতা
শীতল চক্রবর্তী, বালুরঘাট ২ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর।
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পদে পুনরায় দায়িত্ব দেওয়া হলো বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা মনোজিৎ দাসকে। রাজ্য নেতৃত্বের তরফে তাঁর নাম পুনরায় ঘোষিত হওয়ায় খুশির হাওয়া বইছে হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে।
মনোজিৎ দাস হরিরামপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।একই সঙ্গে তিনি জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রেরও ঘনিষ্ঠ বলে দলীয় সূত্রে জানা গেছে।দীর্ঘদিন ধরেই তিনি হরিরামপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে মজবুত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
জানা গিয়েছে ,কিছুদিন আগে দলীয় রদবদলের কারণে তাঁকে এই পদ থেকে সরানো হলেও, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করার লক্ষ্যে শুক্রবার পুনরায় তাঁকেই হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পদে বসানো হয়েছে।
এই খবর হরিরামপুরজুড়ে ছড়িয়ে পড়তেই মনোজিৎ দাসের বাড়িতে ভিড় জমান হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক। ফুল-মালায় সংবর্ধনা জানিয়ে তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করেন। কর্মীদের বক্তব্য, সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করার মনোভাবের কারণেই মনোজিৎ দাস আজ দলের গুরুত্বপূর্ণ নেতাদের আস্থা অর্জন করেছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর ক্যামেরার সামনে মন্তব্য করতে না চাইলেও মনোজিৎ দাস বলেন,“আমি সব সময় মানুষের পাশে আছি। দলের নির্দেশে এবং আমার অভিভাবক বিপ্লব মিত্র ও প্রশান্ত মিত্রের দেখানো পথেই কাজ করে যাব।”
হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী বলেন,“দলীয় সংগঠন আরও মজবুত করার লক্ষ্যেই মনোজিৎ দাসকে পুনরায় সহ-সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।সকলে মিলেই আমরা সংগঠনকে আরও শক্তিশালী করব।”
এদিন নতুন দায়িত্ব পাওয়ায় মনোজিৎ দাসকে সংবর্ধনায় ভাসিয়ে দেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা।























