হরিরামপুর: হরিরামপুর ব্লক জুড়ে ভুয়ো ভোটার খুঁজতে কোমর বেঁধে মাঠে নামলো হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে হরিরামপুর ব্লক জুড়ে ভুয়ো ভোটার খোঁজের সন্ধানে কোমর বেঁধে মাঠে নেমে পড়েন হরিরামপুরড়ৃ তৃণমূলের নেতা ও কর্মীরা এদিন হরিরামপুরের বাগিচা পুর গ্রাম পঞ্চায়েত , শিরশী গ্রাম পঞ্চায়েত সৈয়দপুর, গ্রাম পঞ্চায়েত , গোকর্ণ গ্রাম পঞ্চায়েত, পুন্ডরী গ্রাম পঞ্চায়েতে বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েত সহ হরিরামপুরের ছয়টি গ্রাম পঞ্চায়েতেই হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে কমিটি গঠন করে ভুয়ো ভোটার খোঁজের সন্ধানে নামানো হয় এদিন হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা হাতে ভোটার লিস্ট নিয়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা চেক করেন এবং ভুয়ো ভোটারের সন্ধান করেন । এদিন ভুয়ো ভোটার কার্ড সন্ধান করতে গিয়ে প্রায় বেশকিছু ভুয়ো ভোটার কার্ডের সন্ধান মিলে।, এদিন এই ভুয়ো ভোটার কার্ডের সন্ধান করতে উপস্থিত ছিলেন , হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মনোজিৎ দাস, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ খগেশ্বরদেব শর্মা, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ফিরোজ আলম, হরিরামপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ উত্তম দাস, হরিরামপুর ব্লক মাইনোরিটি সেলের সভাপতি জাহিরুদ্দিন আহমেদ, হরিরামপুর ব্লক কৃষাণ ক্ষেতমজুরের সভাপতি আজহার হোসেন । বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা পারভিন, হরিরামপুর ব্লক মহিলা সভা নেত্রী ঝুমা চক্রবর্তী সহ আরো অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
বাইট এবিষয়ে হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী ও হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মনোজিৎ দাস জানিয়েছেন, রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের নির্দেশে আজকে আমরা হরিরামপুরে ব্লক জুড়ে ভুয়া ভোটারের সন্ধানে বেরিয়েছিলাম আমাদের হরিরামপুরের তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্ব রয়েছেন তারাও যেমনটা বেরিয়েছিল অন্যদিকে কর্মীরাও তারাও মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভুয়ো ভোটারের সন্ধান করেন