হরিরামপুর ব্লকে SIR হিয়ারিং পরিদর্শনে জেলা পরিষদের সভাধিপতি, সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন চিন্তামণি বিহা

0
31

দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকে শনিবার SIR (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত হিয়ারিং চলাকালীন পরিদর্শনে আসেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা। এই হিয়ারিংয়ে অংশ নিতে এসে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না সেই বিষয়ে খোঁজ খবর নেন তিনি। সব সমস্যার কথা সরাসরি শুনতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন জেলা পরিষদের সভাধিপতি।
হিয়ারিং চলাকালীন ভোটার তালিকা সংশোধন, নাম অন্তর্ভুক্তি ও অন্যান্য SIR সংক্রান্ত বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরেন সাধারণ মানুষ। জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা তাঁদের অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এদিনের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী ও মনোজিৎ দাস, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া, সহ-সভাপতি ফিরোজ আলম, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম দাস, পঞ্চায়েত সমিতির সদস্য জাকির হোসেন ওরফে জিমি আমান-সহ আরও একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
জেলা পরিষদের সভাধিপতি জানান, SIR হিয়ারিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের ভোটার সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান করাই প্রশাসনের মূল লক্ষ্য। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলে বিষয়গুলির দ্রুত নিষ্পত্তির উপর জোর দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here