হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের চহটপুর শেখপাড়া গ্রামে সরকারি পুকুর পাড়ের জায়গা দখল করার অভিযোগ উঠেছে বেশ কিছু গ্রামবাসীদের বিরুদ্ধে

0
135

হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের চহটপুর শেখপাড়া গ্রামে সরকারি পুকুর পাড়ের জায়গা দখল করার অভিযোগ উঠেছে বেশ কিছু গ্রামবাসীদের বিরুদ্ধে,বাকি গ্রামবাসীদের তরফে ঘটনার প্রতিবাদ করে বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দায়ের।ব্যবস্থা নেবার আশ্বাস প্রধান ও ব্লক প্রশাসনের

শীতল চক্রবর্তী বালুরঘাট ৩মে দক্ষিণ দিনাজপুর। সরকারি পুকুরের জল শুকোতেই পুকুর পাড়ের জায়গা দখল করে বাড়িঘর বানানোর অভিযোগ উঠেছে বেশ কিছু গ্রামবাসীদের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের চহটপুর শেখপাড়া গ্রামে।এলাকার বেশ কিছু গ্রামবাসীদের তরফে এমন ঘটনার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বেশ কিছু গ্রামবাসীরা।স্থানীয় পঞ্চায়েতের প্রধান ও ব্লক প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেবার আশ্বাস দেওয়া হয়েছে। হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েত সূত্রের খবর, গ্রাম পঞ্চায়েতের চহটপুর শেখপাড়া গ্রামে রয়েছে একটি সরকারি ভেস্টের ১০৬ শতকের পুকুর।বিভিন্ন কারণে হরিরামপুর পঞ্চায়েত সমিতি ও স্থানীয় গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের ওই পুকুরটিতে লিজ দেওয়া সম্ভব হয়নি বলে স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে।চৈত্র ও বৈশাখ মাসের শুরুতেই বিভিন্ন জায়গার পাশাপাশি ওই পুকুটির প্রায় শুকিয়ে গিয়েছে।সেই পুকুর পাড়ের পাশে বসবাসকারী বাসিন্দা আব্দুর রাজ্জাক সহ কিছু বাসিন্দারা পুকুর পাড়ে সরকারী জমি দখল করে পাকা বাড়িঘর তৈরি করছে বলে অভিযোগ এলাকার আরো বেশকিছু বাসিন্দাদের। গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের চহটপুর শেখপাড়া গ্রামে বাসিন্দা কাজিবুল ইসলাম, আজগর আলী,আব্দুল হাফিজেরা অভিযোগ করে বলেন,”এমন অন্যায়ের কাজটি আমরা মেনে নিতে না পেরেই বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ জানিয়েছি।আমরা চাই সরকারি পুকুর লিজ দেওয়া হোক।এখন অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন দূত ব্যবস্থা নিতে লিখিত জায়গায় অভিযোগ করা হয়েছে।” স্থানীয় হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের প্রধান নাসরিন জাহান জানিয়েছেন,”সরকারি পুকুরের জমি দখল করার বিষয়টি কখনো মেনে নেওয়া যায় না।ঘটনার বিষয়টি ব্লকের বিডিও ও বিএলএল আরকে ব্যবস্থা নিতে জানানো হয়েছে।প্রশাসন ব্যবস্থা নেবে সেই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন।” হরিরামপুর ব্লকের বিএলএলআরও সুব্রত ঘোষ ও ব্লকের বিডিও অত্রি চক্রবর্তীরা জানিয়েছেন,”ঘটনার বিষয়টি তদন্ত করে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” যদিও যাদের বিরুদ্ধে সরকারি পুকুর পাড়ে জায়গা দখল করে বাড়িঘর বানানোর অভিযোগ উঠেছে তার মধ্যে আব্দুর রাজ্জাক নামে এক বাসিন্দা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।পাল্টা আব্দুর রাজ্জাকের দাবি,”তিনি কোন সরকারি পুকুরপাড় দখল করেননি, তার জায়গাতেই সে কাজ করেছে।তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।” ঘটনায় ব্যাপক শোরগোল পরেছে এলাকাজুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here