হরিরামপুর থানা পুলিশ ২৪৬ বোতল কাপ সিরাপ সহ টোটো চালককে গ্রেপ্তার করেছে

0
77

বাংলাদেশে পাচার করার আগেই হরিরামপুর থানা পুলিশ ২৪৬ বোতল কাপ সিরাপ সহ টোটো চালককে গ্রেপ্তার করেছে

শীতল চক্রবর্তী বালুরঘাট ২৭ এই অক্টোবর দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে হরিরামপুর থানার পুন্ডরী গ্রাম পঞ্চায়েতের মেহেন্দিপাড়া মিশন মোড় থেকে আটক করা হয় এক টোটো চালক যুবককে। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে মোট ২৪৬বোতল নিষিদ্ধ কফ সিরাপ এবং একটি টোটো গাড়ি। গঙ্গারামপুর সীমান্ত এলাকার যুবকের কাছে কাফ সিরাপ দেবার জন্য টোটোতে নিয়ে যাচ্ছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে সে বলে পুলিশ দাবি করেছে।
পুলিশ জানিয়েছে,ধৃত টোটো চালক যুবকের নাম বিক্রম মাহাতো(২৫)।তার বাড়ি কুশমন্ডি থানার আমিনপুর বটতলা গ্রামে।অভিযোগ, তিনি গাজোলের দিক থেকে গঙ্গারামপুর হয়ে সীমান্ত এলাকায় নিষিদ্ধ কফ সিরাপ পাচারের পরিকল্পনা করছিলেন রবিবার রাতে।গোপন সূত্রে খবর পেয়েই ওই এলাকায় তৎপরতা বাড়িয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে হরিরামপুর থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে,বাজেয়াপ্ত হওয়া ২৪৬টি কফ সিরাপের বাজার মূল্য প্রায় ৪৮,৭০০ টাকা। ধৃত যুবককে সোমবার বালুরঘাট জেলা আদালতে পাঠানো হয়। পুলিশ তাকে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে বলে থানা সূত্রে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, পাচারচক্রের সঙ্গে আরোও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের দাবি,ধৃত যুবক বিক্রম মাহাতো কাফ সিরাপ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা দিয়ে পাচার করতে এসেছিল বলে পুলিশের দাবি।
অভিযুক্ত টোটো চালক আদালতে যাওয়ার পথে জানান“আমি এগুলো পাচার করছিলাম না, অন্য কেউ আমাকে দিয়েছিল। আমি শুধু নিয়ে যাচ্ছিলাম।”
হরিরামপুর থানার আইসি অফিসের তালুকদার জানিয়েছেন,” সীমান্তবর্তী এলাকায় কফ সিরাপ পাচার রুখতে নজরদারি বাড়ানো হয়েছে এবং আগামী দিনে আরও অভিযান চলতে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here