হরিরামপুর: হরিরামপুরে ভ্রাম্যমান চিকিৎসা যান উদ্বোধন, প্রত্যন্ত এলাকায় মিলবে স্বাস্থ্য পরিষেবা হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে মঙ্গলবার ভ্রাম্যমান চিকিৎসা যান-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিন ফিতে কেটে ভ্রাম্যমান চিকিৎসা যানটির শুভ উদ্বোধন করেন হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, ছাড়াও সেখানে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত দাস, হরিরামপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অনিরুদ্ধ চৌধুরী , জেলা তৃণমূলের অন্যতম নেতা তথা বিশিষ্ট সমাজসেবী শার্দুল মিত্র, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী, হরিরামপুর ব্লক তৃণমূল নেতা মনোজিৎ দাস, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া, হরিরামপুর ব্লক তৃণমূল নেতা তোফাজ্জল হোসেন, গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের প্রধান নাসরিন জাহান , সহ আরো অন্যান্য বিশিষ্টজনেরা ও প্রশাসনিক আধিকারিকেরা উপস্থিত ছিলেন,
এই ভ্রাম্যমান চিকিৎসা যানের মাধ্যমে সাধারণ রোগের চিকিৎসা, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও সুগার পরীক্ষা, ওষুধ প্রদান সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। প্রয়োজনে রোগীদের উচ্চতর চিকিৎসার জন্য রেফার করার ব্যবস্থাও থাকবে বলে জানা গিয়েছে।
বাইট – বিপ্লব মিত্র রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী
বাইট গ্রামবাসী খুশি হয়ে জানিয়েছেন আব্দুল হাফিজ।


























