হরিরামপুরে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ ১১ জন শিশু, ভর্তি গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে

0
998

হরিরামপুরে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ ১১ জন শিশু, ভর্তি গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে

গঙ্গারামপুর ১৮ ডিসেম্বর ——— বিষাক্ত ফল খেয়ে অসুস্থ ১১ জন শিশু। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের বলদু এলাকার। ঘটনার পরেই গুরুতর অসুস্থ অবস্থায় ওই ১১ জন শিশুকে প্রথমে হরিরামপুর স্বাস্থ্য কেন্দ্র এবং পরে সেখান থেকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই শিশুরা। জানা গেছে রবিবার ছুটির দিন থাকায় গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের বলদু গ্রামের ওই ছোট্ট শিশুরা একত্রিত হয়ে খেলাধুলা করছিল। যেসময় কাজুবাদাম ভেবে বিষাক্ত ভেন্ডার ফল খেয়ে নেয় ওই শিশুরা। এরপর বাড়ি ফিরতেই শুরু হয় শিশুদের বমি। ঘটনার জেরেই অসুস্থ হয়ে পড়ে ওই গ্রামের ১১ জন শিশু। যাদের তড়িঘড়ি প্রথমে হরিরামপুর স্বাস্থ্য কেন্দ্র এবং পরে পরিস্থিতি বেগতিক বুঝে সেখান থেকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। যেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই ১১ জন শিশু। আক্রান্ত দুই শিশু জানিয়েছেন ভুল করেই ফল খেয়ে নিয়েছিলাম, পরে অসুস্থ হতেই বাড়ির লোকজনকে জানানো হয়।
খালেদা বিবি, সখিনা খাতুন নামে এলাকার দুই স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, কি যে ওরা খেয়ে নিলে তারপর থেকে বমি পেট ব্যাথা শুরু হলো। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনা খবর পারব পরেই সেখানে ছুটে আসেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভায়েল। গঙ্গারামপুর হাসপাতালে তাদের দেখ ভালই পড়ে তিনি জানান, বিষাক্ত কোন ফল ভুল করে খাবার ফলেই এমন ঘটনা ঘটেছে। এখন তারা ভালো আছে চিকিৎসা চলছে হাসপাতালে। জেলা মুখ্যস্বাস্থ্য অধিকারী সুদীপ দাস জানিয়েছেন, চিকিৎসকেরা ওই সমস্ত শিশুদের চিকিৎসা করছে। এখন তারা ভালো আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here