হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয় ১২২ নম্বর বুথ, সাড়ে তেরোশো ভোটার,

0
208

হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয় ১২২ নম্বর বুথ, সাড়ে তেরোশো ভোটার, দীর্ঘদিনের রাস্তা ব্রীজের দাবি ছিল, না হওয়ায় অবশেষে বুথের সামনে মহিলাদের অনশন। রামকৃষ্ণপুর, রাধাকান্তপুর, জগন্নাথপুর, এই তিন গ্রামের বাসিন্দাদের কেউই ভোট দিবে না বলে জানান। সকাল পাঁচটা থেকে ধরনা অনশন শুরু হয় চলবে সন্ধ্যে সাতটা পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here