স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় নঁওগা এলাকায়

0
269

জেলার ব্লাড ব্যাংকে গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে। রক্তের সংকট দুর করতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল রামপাড়া চ্যাঁচড়া গ্রাম পঞ্চায়েত। শনিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় নঁওগা এলাকায়। এদিনের রক্তদান শিবিরের সূচনা করার পাশাপাশি গ্রাম বাংলার মানুষজনকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়,জেলা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আমজাদ মন্ডল,তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ,তপন পঞ্চায়েত সমিতির সভাপতি রাজু দাস,রামপাড়া চ্যাঁচড়া গ্রাম পঞ্চায়েত প্রধান আনসার আলি প্রমুখ।
ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র বলেন,ব্লাড ব্যাংকে রক্তের একটা সংকট আছে। রক্তের জন্য কোনো রোগী সমস্যায় না পড়ে সেদিকে লক্ষ্য রেখে তপন ব্লকের রামপাড়া চ্যাঁচড়া গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাদনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে রক্ত দিতে গ্রাম বাংলার মানুষের উৎসাহ দেখা গিয়েছে। তিনি বলেন,তপনের রামপাড়া চ্যাঁচড়ার বাল্য বিবাহ নিয়ে মানুষজনকে সচেতন করা হল।
রামপাড়া চ্যাঁচড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আনসার আলি জানান গ্রামাঞ্চলের মানুষ এখনও রক্তদিতে ভয় পায়। সেটাকে দুর করে এদিন প্রায় ১০০ জন স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে এসেছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here