স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষরোপন কর্মসূচি করা হল

0
331

তপন:  তপন ব্লকের আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যেগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষরোপন কর্মসূচি করা হল। শুক্রবার অনুষ্ঠানের আয়োজন করা হয় গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে। এদিনের রক্তদান শিবিরের সূচনা করেন জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল ও আমজাত আলি। এছাড়াও উপস্থিত ছিলেন তপন থানার এসআই অঙ্গদ কুমার দাস, তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন,আজমাতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রামপ্রসাদ রায়,উপপ্রধান জয়ন্তী বর্মন,সমাজসেবী সমীর রাহা,সুব্রতরঞ্জন ধর,সহ আরো অনেকে ।
জেলার হাসপাতাল গুলিতে রক্তের সংগঠন দেখা দিয়েছে। রক্তের জন্য মুমুর্শ রোগীর আত্মীয় স্বজনদের ছুটতে হচ্ছে নানান প্রান্তে। তবুও এক প্যাকেট রক্ত জোগাড় করতে চরম হিমশিম খেতে হচ্ছে। মুমুর্শ রোগীর কথা চিন্তা করে এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে আজমাতপুর গ্রাম পঞ্চায়েত। রক্তদাতা হাতে ফলের গাছ ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত চত্বরের বৃক্ষরোপন করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here