বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-
স্বামী বিবেকানন্দের প্রতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অসম্মান প্রদর্শন কে ধিক্কার মিছিল তৃণমূল যুব কংগ্রেসের। মঙ্গলবার বিকেলে বালুরঘাট শহরজুড়ে এরই প্রতিবাদে একটি মিছিল করা হয় তৃণমূলের পক্ষ থেকে। শহরের মঙ্গলপুরে স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুস্পার্ঘ্য অর্পণ করে মিছিল শুরু করে যুব তৃণমূল নেতৃত্বরা। যে
মিছিলের নেতৃত্বে থাকা জেলা যুব তৃণমূল সভাপতি অম্বরিশ সরকার জানিয়েছেন, গত ২৪ তারিখে বিজেপি রাজ্য সভাপতি স্বামী বিবেকানন্দ প্রসঙ্গে যে কু মন্তব্য করেছেন। তা নিয়ে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে সুকান্ত মজুমদার কে। তাছাড়া আরো বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল বলেও হুশিয়ারি দিয়েছেন বিজেপির যুব সভাপতি।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর স্বামী বিবেকানন্দের প্রতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অসম্মান প্রদর্শন কে ধিক্কার...