চাঁচল:-গত প্রায় ১ বছর খানেক পূর্বে কর্মরত অবস্থায় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় আলোক ঠোকদর নামে একজন ভিলেজ পুলিশের এবং অন্যদিকে একই ভাবে দুর্ঘটনার কবলে পড়ে কর্মরত অবস্থায় মৃত্যু হয় গৌতম ভগত নামে আরো এক সিভিক ভল্যান্টিয়ারের।ফলে মৃত ওই দুই জনের পরিবর্তে তাঁদের স্ত্রীকে চাকুরী দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।স্বামীর মৃত্যুর ফলে শোকাহত অবসস্থার মাঝেই মুখ্যমন্ত্রীর এই মানবিকতায় আপ্লুত হয়ে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানলেন মৃতদের স্ত্রীরা।এদিন তারা হরিশ্চন্দ্রপুর থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বামীর অকাল প্রয়াণে যেমন গভীর ভাবে শোক প্রকাশ করেছেন ঠিক তেমনি তাদের প্রবারের নতুন অবস্থার কথা তুলে ধরে হরিশ্চন্দ্রপুর থানায় কর্তব্যরত পুলিশ আধিকারিক,পুলিশ সুপার সহ বাংলার মুখ্যমন্ত্রীকে
আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তারা।