স্বাধীনতা দিবসের দিন সকালে ট্রাক ও মটোর বাইকের সংঘর্ষে মৃত্যু হল একজনের, আহত হলেন আরো একজন

0
1522

স্বাধীনতা দিবসের দিন সকালে ট্রাক ও মটোর বাইকের সংঘর্ষে বংশীহারী থানার দৌলতপুরে মৃত্যু হল একজনের, আহত হলেন আরো একজন ।করা হল পথ অবরোধও


শীতল চক্রবর্তী ,বুনিয়াদপুর ,১৫আগষ্ট ,দক্ষিণ দিনাজপুর- স্বাধীনতা দিবসের দিন সকালে ফুটবল খেলতে যাবার পথে ট্রাক ও মটোর বাইকের সংঘর্ষে মৃত্যু হল এক মটোর সাইকেল আরোহীর ।ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো মটোর বাইকে থাকা আরো একজন।রবিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার বংশীহারী থানার দৌলতপুর এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, পুলিশের কারণ এখন ঘটনা ঘটে চলেছে। ঘটনার প্রতিবাদ জানিয়েই মালদা বালুরঘাট ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলে সেখানে ব্যপক যানজোটের সৃষ্টি হয় বহু সময় ধরে।পরে বংশীহারী থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে পথ অবরোধ তুলে দিয়ে যানজোট মুক্ত করে।এমন ঘটনায় মৃতের পরিবার সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।,
পুলিশ জানিয়েছে মৃত ওই বাইক আরোহীর নাম অর্জুন মুর্ম(২৫)বছর তাঁর বাড়ি বংশীহারী থানার পাথরঘাটা এলাকায়। গুরুতর আহত হওয়া ওই যুবকের নাম রাহুল মুর্ম। এছাড়াও গাড়িতে থাকা বাকি দুজন প্রীতম ও অমিত সুস্থ রয়েছে বলে খবর।তাঁদের বাড়ি স্থানীয় থানার পাথরঘাটাতে।


মৃত ও আহতদের পরিবার সুত্রে খবর, এদিন সকালে পাথরঘাট থেকে একটি মটোর বাইক নিয়ে তাঁরা ১৫আগষ্ট ৭৫তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে হরিরামপুরে ফুটবল খেলতে যোগদান করতে যাচ্ছিল।এদিন সকালে মালদা থেকে একটি ট্রাক বালুরঘাটের দিকে যাবার সময় নিয়ন্ত্রন হারিয়ে ফেলে বংশীহারী থানার দৌলতপুর এলাকায় তাঁদের মটোর বাইকে ধাক্কা দিলে এমন ঘটনা ঘটে। ঘটনাস্থলে মটোরবাইক চালক অর্জুন মুর্মর মৃত্যু হয়।গুরুতর আহত হয় বাইকে থাকা রাহুল মুর্মও। বাকি দুজন প্রীতম ও অমিত সুস্থ রয়েছেন বলে খবর।
এলাকাবাসীদের অভিযোগ,এমন ঘটনা ঘটার পরে সেখানে থাকা বংশীহারী থানার পুলিশ আহতদের হাসপাতালে পাঠানোর পরিবর্তে ট্রাক চালককে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে৷সেই কারণেই তাঁরা অবরোধে সামিল হয়েছি। পুলিশ নয়, তারাই আহতকে হাসপাতালে ভর্তি করেছে।
এবিষয়ে এলাকার ক্ষুদ্ধ বাসিন্দা সুজিত তামেলি ক্ষুদ্ধ পথ অবরোধকারী আরেক গ্রামবাসী সহ আরো এক বাসিন্দা অভিযোগ করে বলেন ,পুলিশ এখানে শুধু ধান্দা করছে।দুর্ঘটনায় আহত যুবকদের ভর্তি করার কোন উদ্যাগ তারা নেয়নি।এমন পুলিশের কঠোর শাস্তি হোক সেটা চাই।
এমন ঘটনার খবর পাবার পরে সেখানে বিরাট পুলিশ বাহিনী ছুটে গিয়ে গ্রামবাসীদের বুঝিয়ে অবরোধ তুলে দেন।মৃতদেহ উদ্ধার করার পাশপাশি ঘাতক ট্রাকটি উদ্ধার করে ধানায় নিয়ে আসে।
এমন ঘটনার খবর পাবার পরে রসিদপুর হাসপাতালে ছুটে এসে নির্মল হেমরম সহ আরেক আত্মীয়ও জানিয়েছেন ,খেলতে যাবার পথে এমন ঘটনা ঘটে যাবে সেটা ভাবতেই পারছিনা।মটোর বাইকের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এমন ঘটনা ঘটছে।
এমন ঘটনায় মৃতের পরিবার সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here