স্ত্রীকে নৃশংস ভাবে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী

0
121

স্ত্রীকে নৃশংস ভাবে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী । বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত মনোজ ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ । এদিন ধৃতকে বালুরঘাট জেলা আদালতে পাঠানো হলে তদন্তের স্বার্থে বিচারক ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে হিলি থানার পুলিশ । বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী শিবাজী সিংহ রায় জানিয়েছেন, হিলি থানার পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে ধৃতকে আদালতে পেশ করে । বিচারক তদন্তের স্বার্থে তা মঞ্চুর করেছেন । উল্লেখ্য, সোমাবার রাতে হিলি থানার শ্যামপুর গ্রামে নিতু সিং ঘোষ নামে এক গৃহবধূকে নৃশংস ভাবে মারধর করে তাঁর স্বামী মনোজ ঘোষ । মারধর করা হয় তাঁদের দুই কন্যা সন্তানকে । ঘটনার পরেই মালদায় বাবার বাড়িতে ফোন করে বিশয়টি জানান নিতু । সে আর বাচবে না বলেও আশঙ্কা প্রকাশ করে । এদিকে চিৎকার চেচামেচি শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে । ঘটার খবর পেয়ে এলাকায় ছূটে যায় হিলি থানার পুলিশ । তবে এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত । পরবর্তীতে গোপন খবরে তাকে গ্রেপ্তার করে পুলিশ ।
তবে সমগ্র ঘটনায় এখনো হতবাক এলাকাবাসী। কেন এমন করল মনোজ? প্রাথমিক তদন্তে পারিবারিক অশান্তির ইঙ্গিত মিলছে। বিস্তারিত জানতে ধৃতকে জেরা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here