স্ত্রীকে নিয়ে ফেরা হলনা বাড়ি।স্বামীর চোখের সামনে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্ত্রীর

0
186

শিলিগুড়ি:-“মৃত্যু পুরী” কাওয়াখালি।ফের তরতাজা প্রান কেরে নিল সেই এসিয়ান হাইওয়ে দুই।মেডিকেল ঠিকনিকাটার নিবাসী বিজয় রতন চক্রবর্তী (৬১) তার স্ত্রী মায়া চক্রবর্তি কে (৫০) নিয়ে রবিন্দ্র নগর যাওয়ার উদ্যশ্যে স্কুটি নিয়ে বাড়ি হতে রওনা হয়।নৌকাঘাট ব্রীজের কাছাকাছি আসতেই পেছন থেকে একটি সরকারি বাস তাদের পাস কাটিয়ে বেরোতেই স্কুটিটিকে ধাক্কা মারলে পেছনে থাকা মহিলা পরে গিয়ে বাসের তলায় পিষ্ঠ হয়ে মৃত্যু হয়।আহত হন স্কুটি চালক।চোখের সামনে স্ত্রীর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বামী বিজয় চক্রবর্তী।ঘটনার পরপরই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।ট্রাফিক ব্যাবস্থা নিয়ে সোচ্চার হয় দুর্ঘটনাগ্রস্থ পরিবার ও স্থানীয়রা।ঘটনার পরপরই ঘাতক গাড়ির চালকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ।ঘটনার খবর পাওয়ার পর পরই পৌঁছায় এডিসিপি ট্রাফিক পুর্নিমা শেরপা।তিনিও ঘটনার দুঃখ প্রকাশ করেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here