রায়গঞ্জ:-স্টেট ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্ট সহ পর পর দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার গৌরী গ্রামপঞ্চায়েতের দক্ষিন বিষ্ণুপুর গ্রামে। খবর পেয়েই আজ ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। চুরির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার গৌরী গ্রামপঞ্চায়েতের দক্ষিন বিষ্ণুপুর গ্রামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সি এস পি’র পাশাপাশি নাজিবুল হোসেন নামে এক ব্যক্তির মোবাইলের দোকানে এবং মহম্মদ হারুন অল রসিদের ওষুধের দোকানে চুরির ঘটনা ঘটে। দুস্কৃতীরা দোকান ও ব্যাঙ্কের সাটার ভেঙে চুরি করে। কয়েক লক্ষাধিক টাকার জিনিস সামগ্রী চুরি হয়। ব্যাঙ্কের সি এস পি থেকে কি কি চুরি গিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। স্টেট ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্ট সহ পর পর দুটি দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।