স্টুডেন্টস হেলথ হোমের কালিয়াগঞ্জ অঞ্চল কেন্দ্রের উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জ শহরে। শনিবার দুপুরে এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার, হেলথ হোমের সম্পাদক রঞ্জন মোদক সহ অন্যান্য রা। কালিয়াগঞ্জ পার্বতি সুন্দরি হাই স্কুলে থাকা হেলথ হোম থেকে এই শোভাযাত্রা শুরুহয়। ছাত্র ছাত্রীদের শুচিকিৎসার ব্যবস্থা থাকে এই হেলথ হোমে বলে দাবি বিধায়ক সৌমেন রায়ের।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর স্টুডেন্টস হেলথ হোমের কালিয়াগঞ্জ অঞ্চল কেন্দ্রের উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জ শহরে