স্টার সংবাদ খবরের জোরে নড়ে চড়ে বসলো প্রশাসন। সংশ্লিষ্ট এলাকায় গিয়ে কর্তৃপক্ষের হাতে নোটিশ ধরিয়ে দিলেন প্রশাসন। পুরো ঘটনা তদন্ত শুরু করেছেন মহকুমা ও ব্লক প্রশাসনিক আধিকারিক।
প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আস্ত সরকারি পুকুর ভরাট করার অভিযোগকে ঘিরে সরগরম বংশীহারীর শ্রীরামপুর এলাকায়। স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক আহমেদ এর বিরুদ্ধে উঠেছে ওই সরকারি জায়গা দখল করে পুকুর ভরাট করার অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ সরকারি কোনো নিয়ম নীতিকে তোয়াক্কা না করেই আব্দুর রাজ্জাক আহমেদ নামে ঐ ব্যক্তি পঞ্চায়েতের জায়গা অবৈধভাবে দখল করে পুকুরটি ভরাট করছিল। সেই খবর শনিবার স্টার সংবাদ এ প্রকাশ হবার পরেই নড়েচড়ে বসল প্রশাসন। খবর প্রকাশ হতেই সরজমিনে খতিয়ে দেখতে সোমবার ঘটনাস্থলে পৌঁছান মহকুমা ও ব্লক প্রশাসনিক আধিকারিক। গঙ্গারামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট সুবলচন্দ্র বিশ্বাস, ও বি এল এন্ড এল আরও দপ্তরের আধিকারিক মলয় চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তের হাতে আইনি নোটিশ ধরিয়ে দেন। এবং অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন মহকুমা ও ব্লক প্রশাসনিক আধিকারিকরা।
এ বিষয়ে বি এল এন্ড এল আর ও দপ্তরের আধিকারিক মলয় চক্রবর্তী জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে আমরা মাহাবাড়ি অঞ্চলের শ্রীরামপুর এলাকায় পৌঁছেছিলাম। মহকুমা শাসকের পক্ষ থেকে অভিযুক্ত কে আইনি নোটিশ দেওয়া হয়েছে। অভিযুক্তর বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল সামাদ জানিয়েছেন আমরা খুশি হয়েছি প্রশাসন সরজমিনে ঘটনাস্থলে এসে সমস্ত কিছু খতিয়ে দেখলেন ও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি নোটিশ দেওয়া হয়েছে। প্রশাসনের কাছে একটাই অনুরোধ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও তাদের জন্য ঘুম ভাঙ্গে এবং সরকারি জমি কোন মতেই কেউ দখল করতে না পারে।