স্কুল শিক্ষকের রহস্যমৃত্যু, তোলপাড় বালুরঘাট! পিকনিকের কথা বলেই বাড়ি ছেড়েছিলেন সঞ্জয় নট্ট

0
324

স্কুল শিক্ষকের রহস্যমৃত্যু, তোলপাড় বালুরঘাট! পিকনিকের কথা বলেই বাড়ি ছেড়েছিলেন সঞ্জয় নট্ট

বালুরঘাট, ২২ ডিসেম্বর —— পিকনিকের আনন্দযাত্রা বদলে গেল মৃত্যুফাঁদে! সোমবার সকালে স্কুল শিক্ষকের রহস্যমৃত্যু ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়াল বালুরঘাট শহরের ১৬ নম্বর ওয়ার্ডের ডায়েরি ফার্ম এলাকায়। মৃত শিক্ষক সঞ্জয় নট্ট (৪১) বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের শিক্ষক ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, রবিবার বন্ধুদের সঙ্গে পিকনিকের কথা বলেই বাড়ি থেকে বেরিয়েছিলেন সঞ্জয়বাবু। কিন্তু রাত গড়াতেই নাটকীয় মোড় নেয় ঘটনা। বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কীভাবে মৃত্যু হল, তা ঘিরে ধোঁয়াশা ঘনাচ্ছে। কারও দাবি, পিকনিক চলাকালীন অসাবধানতায় ছাদ থেকে পড়ে মৃত্যু হতে পারে। আবার অনেকের অনুমান, পরিকল্পিতভাবে ছাদ থেকে ধাক্কা দিয়ে তাঁকে খুন করা হয়েছে। আঘাতের ধরন ঘিরে চিকিৎসকদের মধ্যেও তৈরি হয়েছে সন্দেহ। সেই কারণেই ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজে।
মৃতের দাদা খোকন হালদার বলেন, “পাড়ার ছেলেদের সঙ্গে পিকনিক করতেই বেরিয়েছিল। কীভাবে এমন পরিণতি হল, তা নিয়ে আমরা স্তব্ধ। পুলিশি তদন্তেই সত্য প্রকাশ্যে আসুক।”
এদিকে সঞ্জয়ের এই অকালমৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও সহকর্মীরা, আর প্রকৃত সত্যের অপেক্ষায় গোটা বালুরঘাট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here