স্কুল চত্ত্বরে জমায়েত করে মদের আসর স্কুলের ছাত্রদের

0
895

কোচবিহার:—-লকডাউন কে উপেক্ষা করে স্কুল চত্ত্বরে জমায়েত করে চলছিল মদের আসর স্কুলের ছাত্রদের দ্বারা । খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে সদর মহকুমা শাসকের পক্ষ থেকে দুইজন ছাত্রসহ মতের বোতল আটক করা হয়েছে । ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ এন এন এম হাই স্কুলের । স্কুলের শিক্ষকদের অভিযোগ দীর্ঘদিন ধরে এভাবেই চলছিল পুলিশকে বহুবার জানানো হয়েছে । এই ধরনের ছাত্ররা বারবার শিক্ষকদেরই পাল্টা হুমকি দেয় । শুক্রবার লকডাউন মধ্যে স্কুল চত্ত্বরে জমায়েত দেখে তুফানগঞ্জ সদর মহকুমা শাসক সেখানে অভিযান চালায় । এরপরে কয়েকজন ছাত্র সেখান থেকে পালিয়ে গেলেও দুজনকে মদের বোতল সহ আটক করেছে সদর মহকুমা শাসক । এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ শহর জুড়ে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here