স্কুল খোলার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের

0
422

কোচবিহার:- স্কুল খোলার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের। দিনহাটা ভেটাগুড়ি এলাকার ঘটনা। ভেটাগুড়ি লাল বাহাদুর শাস্ত্রী উচ্চ বিদ্যালয় নির্বাচন মিটে গেলেও এখনো রয়েছে কেন্দ্রীয় বাহিনী । যার ফলে স্কুল গঠন-পাঠন বন্ধ হয়ে রয়েছে। সোমবার স্কুল খোলার দাবিতে ভেটাগুড়ি এলাকায় কোচবিহার দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়ে পড়ুয়ার । পর্বতের অভিযোগ সাত দিনের কথা বলে স্কুল বন্ধ দেওয়া হয়েছিল । সেটা পেরিয়ে গেলেও এখনো স্কুল খোলা হচ্ছে না যার ফলে তাদের পঠন-পাঠনে অনেকটাই অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে । সামনে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে সেই ক্ষেত্রে স্কুল সঠিক সময় না করলে তাদের সিলেবাস কমপ্লিট কোন মতেই হবে না । তাই স্কুল খোলার দাবিতে তারা পথের সামিল হয়েছেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here