উত্তর দিনাজপুর :-স্কুলে আসার পথে একটি বেসরকারি স্কুলের বেশকিছু পড়ুয়া সহ স্কুল ভ্যান পাল্টি নয়ানজুলিতে। গুরুতর আহত দুই জন স্কুল পড়ুয়া। ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার দুর্লভপুর অঞ্চলের ভাগনোইল এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানায়, এদিন নন্দনগ্রামের বেসরকারি স্কুলের প্ পড়ুয়াদের নিয়ে একটি ম্যাজিক গাড়ি স্কুলে যাচ্ছিল। সেই সময় ভাগনোইল এলাকায় গাড়িটি গ্রামীণ ঢালাই রাস্তার পাশের নয়ানজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছাড়া এলাকায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা সহ দুর্ঘটনাগ্রস্থ গাড়িতে থাকা পড়ুয়াদের অভিভাবকরা ছুটে আসে ঘটনাস্থলে। স্থানীয় বাসিন্দারা দ্রুততার সাথে গাড়িতে আটকে পড়া খুদে পড়ুয়াদের উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। দুর্ঘটনার কবলে পড়া ওই স্কুল ভ্যানের মধ্যে থাকা দুই জন খুদে পড়ুয়া গুরুতর আহত হওয়ায় তাদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর স্কুলে আসার পথে একটি বেসরকারি স্কুলের বেশকিছু পড়ুয়া সহ স্কুল ভ্যান পাল্টি...