শিলিগুড়ি:-স্কুলের শিক্ষার্থীদের নিয়ে স্কুলে আসার পথে দূর্ঘটনা।বিধাননগরের এক বেসরকারি স্কুলে আসার পথে চোপড়ার তিন মাইল এলাকায় দূর্ঘটনায় পড়ল স্কুল গাড়ি।ঘটনায় ৯জন শিক্ষার্থী সহ গাড়ির চালক ও স্কুলের একজন জখম হয়েছেন।পরে আহতদের চোপড়ার দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পাঠানো হয়েছে।মেডিক্যাল কলেজে আনার পথে মৃত্যু হয় গাড়ির চালকের।ঘটনায় শোকের ছায়া পরিবারের সদস্যদের।মৃত ব্যক্তির নাম রাজীব সিংহ,বাড়ি চোপড়ায়।আজ ময়নাতদন্তের পর মৃতদেহ বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে।অন্য আহতরা শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি আছে বলে জানা গিয়েছে।
Home বাংলা উত্তর বাংলা স্কুলের শিক্ষার্থীদের নিয়ে স্কুলে আসার পথে দূর্ঘটনা।বিধাননগরের এক বেসরকারি স্কুলে আসার পথে...