প্রথম পক্ষের স্ত্রীর সাথে সম্পর্কের টানপোড়েনের জেরে ছুটির দিনে স্কুলের মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন স্কুল শিক্ষক।ঘটনায় শোরগোল বংশীহারী থানার নুরপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই স্কুল শিক্ষকের নাম কৃষ্ণ বসাক,(৪৮), বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার বাতাস কুড়ি এলাকায়। গত রবিবার দুপুর নাগাদ বংশিহারি থানার নুরপুর জুনিয়র হাই স্কুলে কাজের নাম করে স্কুলে আসেন এরপর এলাকাবাসীরা তার মোটর বাইক স্কুলে দেখতে পেলে কাছে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। এরপর এলাকাবাসী রা বংশীহারী থানায় খবর দিলে পুলিশ এসে গ্রামবাসীদের সহযোগিতায় স্কুলের দরজা ভেঙে দেখে স্কুল শিক্ষক কৃষ্ণ বসাক ঘরের ভেতরে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেছে।
এ বিষয়ে মৃতের দুই আত্মীয় অপূর্ব বসাক ও শংকর বসাকরা জানিয়েছেন, গতকাল সন্ধ্যেবেলা স্কুলের থেকে ফোন আসে যে তিনি স্কুলের ভেতরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে। এরপর আমরা সেখানে গিয়ে দেখি পুলিশ এসে মৃতদেহ বের করছে। মূলত তার প্রথম পক্ষের স্ত্রী দেবিকা জোয়াদ্দারের সাথে বেশ কিছু বছর ধরে বিবাহ বিচ্ছেদের কোর্টে মামলা চলছিল। আমরা মনে করছি সেই মানসিক চাপেই তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। আমরা দেবিকা জোয়ারদারের কঠোর শাস্তির দাবি জানায়।