স্কুলের একাধিক উন্নয়নে কাজ করায় শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন বেলবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক পার্থ সরকার, শিক্ষক দিবসের দিনে কর্মীর জানাই স্টার সংবাদও
শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর, 5সেপ্টেম্বর ,দক্ষিণ দিনাজপুর। স্কুলের একাধিক উন্নয়নে কাজ করে শিখরাতে পুরস্কার পেলেন এক শিক্ষক। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডাকবাংলা পাড়ায় এলাকার বাসিন্দা পার্থ সরকার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের খাদিঘাট বেলবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক পদে রয়েছেন। টিনের চাল থেকে শুরু করে বর্তমানে পূর্ণাঙ্গ স্কুলে পরিণত হয়েছে তার মাধ্যমেই স্কুলটি। জেলার মধ্যে এ বছর তিনি শিক্ষারত্ন পুরস্কার পাওয়া স্টার সংবাদও তাকে সাধুবাদ জানাই।
গঙ্গারামপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাদিঘাট বেলবাড়ি হাইস্কুলটি ১৯৭৪ সালে গড়ে ওঠে। প্রধান শিক্ষকের অদল বদল হয়েছে বেশ কয়েকবার। শিক্ষক পার্থ সরকারের বাড়ি গঙ্গারামপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের ডাকবাংলা পাড়া এলাকায়।যখন থেকে তিনি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব নেন তখন স্কুলটি ছিল টিনের এক চালাঘরে। বর্তমানে মাধ্যমিক থেকে উন্নীত হয়ে উচ্চ মাধ্যমিকে পরিণত হওয়া স্কুলটিতে বিভিন্ন সরকারি অনুদানে হয়েছে পূর্ণাঙ্গুটি স্কুল। বর্তমানে ছাত্র ছাত্রীরা পাকা ঘরেই বসবাস করে থাকেন। ছাত্র-ছাত্রী সংখ্যাও নেহাতি কম নয়। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এক ছাত্রী মেধাতালিকায় স্থান করে নিয়েছেন। প্রধান শিক্ষক পার্থ সরকারের সময়েই স্কুলে হয়েছে একাধিক উন্নয়নের কাজ। পেয়েছেন নির্মল বিদ্যালয় পুরস্কার সহ স্বচ্ছ ভারত বিষয়ের পুরস্কারও। প্রতিবছর স্কুল থেকেই কোনো না কোনো ছাত্র-ছাত্রী জেলার মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নেন। সামাজিক কার্যক্ষেত্রে রক্তদান, বস্ত্রদান থেকে শুরু করে স্কুলে পঠন-পাঠনের পাশাপাশি খেলাধুলাতেও রাজ্যস্তরে পুরস্কার এনে দিয়েছেন পার্থবাবুর সময়ে এই স্কুলে বলে খবর।
কয়েকদিন আগেই রাজ্য সরকার তরফে দক্ষিণ দিনাজপুর জেলাতে শিক্ষারত্ন পুরস্কারের জন্য একাধিক কাজ করে পুরস্কার তালিকায় নাম পেয়েছেন বেলবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক পার্থ সরকারের। তার এমন সাফল্যে গঙ্গারামপুরবাসী সকলেই তাকে কুর্নিশ জানিয়েছেন।
শিক্ষারত্ন পুরস্কার পাবার পরে বেলবাড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক পার্থ সরকারকে শিক্ষক দিবসের এদিন প্রশ্ন করা হয়েছিল, কি কি কাজ করলে এমন পুরস্কার পাওয়া যায়।
তিনি উত্তর দিলেন ,স্কুলের একাধিক উন্নয়ন সেইসঙ্গে সামাজিক কাজ ,স্কুলের মেধা তালিকায় নাম ওঠা সহ একাধিক বিষয়ে গুলির জন্যই তিনি যে পুরস্কার পেয়েছেন তার জন্য তিনি গর্বিত।দায়িত্ব বাড়লো খুশি হয়েছেন তিনিও।
শিক্ষক দিবসের দিনে তার সংবাদের তরফে তাকে কুর্নিস জানাই স্টার পরিবারের সকল সদস্যরাও।