ছায়া প্রকাশনীর প্রশ্ন উত্তরে বিজয় হয়ে প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর হাত দিয়ে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার উত্তর মস্কিপুরের গ্রামের এক যুবক মোস্তাফিজুর রহমান পেলেন 20 হাজার টাকার চেক খুশিতে এলাকাবাসী ।
জানা যায় গতকাল কলকাতায় একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী মহাশয়ের হাত দিয়ে কুড়ি হাজার টাকার চেক পান মোস্তাফিজুর রহমান নামে এই যুবক জানা যায় মোস্তাফিজুর রহমানের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের উত্তর মুস্কিপূর গ্রামে তিনি লৌহচর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন বয়স প্রায় ১৫ বছর ।
জানা যায় মোস্তাফিজুর ছায়া প্রকাশনী বই পড়াশোনা করেন সেখানেই থাকে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকেই প্রশ্ন উত্তরে মোবাইলের মাধ্যমে তিনি উত্তর দেন এবং কিছুদিনের মধ্যেই কলকাতা থেকে তার বাড়িতে বারে বারে ফোন আসে। সেই ফোন পেয়েই যাব কি যাব না সেই ভেবেই দিনের পর দিন কেটে যায় তারপরেই গতকালকে কলকাতায় গিয়ে হাজির হন বাবা ও ছেলে সেখানে গিয়ে হতভম্ব হয়ে পড়েন তারা সৌরভ গাঙ্গুলী কে দেখে খুশিতে মেতে উঠেন এবং তার সাথে দেখা করে তার হাতে চেক পেয়ে খুব খুশি বলে জানিয়েছেন তারা। মোস্তাফিজুর রহমানের আগামী দিনের প্রচেষ্টা আরো কি করে ভালো করে পড়াশোনা করে এগিয়ে যাওয়া যায় সেদিকেই এখন তার লক্ষ্য।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর সৌরভ গাঙ্গুলীর হাত দিয়ে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার উত্তর মস্কিপুরের গ্রামের এক...