রায়গঞ্জ:উত্তর দিনাজপুর জেলায় ৩ জন করোনা রোগীর সন্ধান মিলতেই কোভিড চিকিৎসায় পরিকাঠামো উন্নয়নের জোর দিল জেলা স্বাস্থ্য দপ্তর। রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে দুটি উন্নতমানের প্রাইমারি স্ক্রিনিং টেস্ট মেশিন কাজ করতে শুরু করবে। ওই যন্ত্রের মাধ্যমে উপসর্গ আছে এমন রোগীদের চিকিৎসা করা সহজ হবে। এছাড়া জেলা দুটি সারি হাসপাতাল চলতি সপ্তাহের প্রথম দিক থেকেই পুরোদমে কাজ শুরু করবে। সবমিলিয়ে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় যাতে কোনওরকম গাফিলতি না থাকে তা নিশ্চিত করতে কোমর বেঁধে নামল উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর।
দীর্ঘদিন গ্রীন জোনে থাকার পর অবশেষে বাইরে থেকে জেলায় আসা তিনজন পরিযায়ী শ্রমিকের দেহে গত শনিবার ধরা পড়েছে করোনা ভাইরাস। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ও হেমতাবাদের ওই ৩ জন রোগীকে কোভিড হাসপাতালে রেখে চিকিৎসা চালাচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তর। এর পাশাপাশি রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে দুটি উন্নতমানের প্রাইমারি স্ক্রিনিং মেশিন চলে এসেছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান জানিয়েছেন, ট্রুনেট নামের এই স্ক্রিনিং মেশিনগুলোর সাহায্যে যে সকল রোগীর মধ্যে সামান্য পরিমানে হলেও ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা যাচ্ছে তাদের নমুনার প্রাথমিকভাবে স্ক্রিনিং করা হবে। এছাড়ায় রায়গঞ্জ মহকুমার হেমতাবাদে ও ইসলামপুর মহকুমার পাঞ্জিপাড়ায় দুটি উন্নতমানের সারি হাসপাতাল পুরোপুরিভাবে কাজ শুরু করবে। ফলে করোনা আক্রান্তের পর থেকেই ব্যাপক তৎপরতার সাথে তা মোকাবিলা করার উদ্যোগ নিয়েছে উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর।