সেমিস্টার ফি কমানোর দাবীতে আবারো পড়ুয়াদের অবস্থান আন্দোলন শুরু হল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে।

0
241

উত্তর দিনাজপুর:-সেমিস্টার ফি কমানোর দাবীতে আবারো পড়ুয়াদের অবস্থান আন্দোলন শুরু হল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। সোমবার পুনরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ দেখান স্নাতকোত্তরের দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের পড়ুয়ারা। আন্দোলনকারিরা জানান, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরস্তরের দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের জন্য যে ফি ধার্য করা হয়েছে তা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অতিরিক্ত। তারা জানান, ডে শিফটের জন্য ৬ থেকে ৭ হাজার ও নাইট শিফটের জন্য ১০ থেকে ২০ হাজার টাকা ধার্য হয়েছে। বৃহস্পতিবার ফি কমানোর দাবীতে আন্দোলন করেছিলেন তারা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফে কোনো ইতিবাচক বার্তা না পেয়ে এদিন পুনরায় আন্দোলন শুরু করেন। অন্যদিকে, পরীক্ষার প্রাকমুহূর্তে পড়ুয়াদের এই আন্দোলনকে অপ্রাসঙ্গিক বলে দাবী করেছেন রেজিস্ট্রার দূর্লভ সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here