সেভ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পের বর্ষপুর্তি অনুষ্টান উপলক্ষে গঙ্গারামপুরের ট্রাফিক পুলিশের তরফে হাইরোডে একাধিক কর্মসুচির আয়োজন করা হয়

0
358

শীতল চক্রবর্ত্তী গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর 7জুলাই:-ট্রাফিক পুলিশের সহযোগীতায় সেফ ড্রাইভ সেভ লাইভ প্রকল্পের বর্ষপুতি অনুষ্ঠান উপলক্ষে সচেনতা শিবিরের আয়োজন করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ট্রাফিক পুলিশের তরফে হাইরোডে এমন কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে গাড়ি চালকদের জন্য বিভিন্ন ধরনের জিনিশপত্র বিলি করার পাশাপাশি যারা হেলমেট না পরে গাড়ি চালাচ্ছেন তাদেরকে উপস্থিত পুলিশ আধিকারিক সহ বাকি বিশিষ্টজনেরা হেলমেট বিলি করা সহ একটি করে চারাগাছ বিলি করা হয় হাতের হাত দিয়ে। পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপারসন রাজ্যে সরকারের প্রশংসা করে গঙ্গারামপুরের ট্রাফিক পুলিশের ওসির কাজে খুশি হয়ে বক্তব্য রাখেন৷ পুলিশ আধিকারিকেরা ট্রাফিক নিয়ম পালন করে গাড়ি চালালোর কথা বলেন। পুলিশের এমন উদ্যাগকে সাধুবাদ জানিয়েছেন।


২০১৬ সালে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে পথ দুর্ঘটনা কমাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সারা রাজ্যে সেফ ড্রাইভ সেভ লাইভ মত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেন।
সূত্রে যানা গিয়েছে এই পরেই রাজ্যে পুলিশ প্রশাসনের তরফে ট্রাফিক পুলিশের মাধ্যমে যানবাহনের গতি নিয়ন্ত্রন করে সেই দুর্ঘটনার মাত্রা কমেছে বলে দাবি পুলিশ প্রশাসনের।


বৃহস্পতিবার দুপুরে গঙ্গারামপুর ট্রাফিক পুলিশ প্রশাসনের উদ্যাগে গঙ্গারামপুরের হাইরোডে সেফ ড্রাইভ সেভ লাইভ প্রকল্পের ৫তম বর্ষপুতি অনুষ্ঠান উপলক্ষে একটি কর্মসুচীর আয়োজন করা হয়।প্রদীপ জ্বালিয়ে এদিনের অনুষ্টানের সূচনা করেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারপার্সন পুশান্ত মিত্র, সেখানে গঙ্গারামপুরের মহুকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস, মহুকুমা ডিএমডিসি মনতোষ মন্ডল ,গঙ্গারামপুর থানার আইসি, ট্রাফিক ওসি পথ ঝা, এসআই সমীর মন্ডল থানার এসআই শুভঙ্কর চক্রবর্তী, আসিরুল হক সহ বহু পুলিশ আধিকারিক উপস্থিত ছিলেন।ট্রাফিক পুলিশের তরফে উপস্থিত বিশিষ্টজনেদের হাত দিয়ে যারা হেলমেট পরে আসেননি তাঁদেরকে হেলমেট বিলি করা সহ একটি করে চারাগাছ বিলি করা হয় তাদের হাতে তুলে দিয়ে। বিলি করা হয় গাড়ি চালকদের মধ্যে বিভিন্ন ধরনের জিনিশপত্র বিলি করে। পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন প্রশান্ত মিত্র রাজ্যে সরকারের প্রশংসা করে গঙ্গারামপুরের ট্রাফিক পুলিশের ওসির কাজে খুশি হয়ে বক্তব্য রাখেন।


গঙ্গারামপুরের মহুকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস জানিয়েছেন, এবছর সরকারের সেফ ড্রাইভ সেভ লাইভ প্রকল্পটি পঞ্চম বছরে পা দিয়েছে। গাড়ি চালানোর সময় সকলেই ট্রাফিক নিয়ম পালন করার পাশাপাশি মটোর বাইক চালাতে হেলমেড ব্যবহার করার কথা বলেন৷


গঙ্গারামপুরের ট্রাফিক ওসি পার্থ ঝা জানিয়েছেন, এসপি সাহেবের নির্দেশে আমরা সব সময় কাজ করে যাচ্ছি। সকলকে ট্রাফিক আহিন মেনে চলার কথা বলেন।


পুলিশের এমন উদ্যাগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here