সূর্য অস্ত যাওয়ার পরে শুরু হয় প্রতিমা নির্মানের কাজ, প্রতিমা নির্মান থেকে রাতভর পুজো করে ভোরের আলো ফোটার আগেই দিতে হয় দেবীর বিসর্জন।

0
307

রায়গঞ্জ:-সূর্য অস্ত যাওয়ার পরে শুরু হয় প্রতিমা নির্মানের কাজ, প্রতিমা নির্মান থেকে রাতভর পুজো করে ভোরের আলো ফোটার আগেই দিতে হয় দেবীর বিসর্জন। প্রায় পাঁচশো বছর ধরে এমনই রীতি মেনে দ্বিপাবলীর রাতে কালীপূজো হয়ে আসছে রায়গঞ্জ শহরের দেবীনগর কালীবাড়ির মন্দিরে। শুধু তাই নয়, দেবীর আদেশে এই মন্দিরে নেই কোনও ছাদ বা আচ্ছাদন। চারিদিক দেওয়াল দিয়ে ঘিরে মন্দির থাকলেও খোলা আকাশের নীচেই পরম জাগ্রত দেবীনগর কালীবাড়ির দেবী পুজিতা হন বেদীতেই। শুধু এই উত্তর দিনাজপুর জেলাই নয়, ভিন জেলা ও ভিনরাজ্য থেকে হাজার দর্শনার্থীদের সমাগম হয় দ্বিপাবলীর রাতে ঐতিহ্যবাহী এই শ্যামাপুজোয়। করোনা আবহ থাকায় মন্দির কর্তৃপক্ষ এবার মাস্ক এবং ডাবল ডোজ ভ্যাকসিন ছাড়া কোনও ভক্ত মন্দিরে প্রবেশ করতে পারবেনা এই বিধিনিষেধ জারি করেছে।

কথিত আছে রায়গঞ্জ শহরের দক্ষিন প্রান্তে দেবীনগরে রাজপথের ধারে এই কালীমন্দিরে একসময় গাছের তলায় ডাকাতদল পুজো করত। দিনাজপুরের রাজা একবার এই পথ দিয়ে ভূপালপুর রাজবাড়ি যাওয়ার পথে এই স্থানে আটকে পরেন। সেইসময় দেবীর আদেশ পান এই স্থানে মন্দির তৈরি করে পুজো করার। দেবীর এই আদেশও ছিল মন্দির হবে ছাদ খোলা। মা রোদ বৃষ্টি ঝড়ে এখানে পুজিতা হবেন। দিনাজপুরের রাজা স্বপ্নাদেশ পেয়েছিলেন দ্বিপাবলীর অমাবস্যায় সূর্য অস্ত যাওয়ার পরে মায়ের মূর্তি তৈরি করা শুরু হবে আর সূর্য উদয় হওয়ার আগেই মায়ের বিসর্জন দিয়ে দিতে হবে। বাকি সারাটা বছর মা পুজিতা হবেন পঞ্চমুন্ডির বেদীতেই। মায়ের স্বপ্নাদেশ পেয়ে দিনাজপুরের রাজা রায়গঞ্জ শহরের দেবীনগরে রাজপথের ধারে তৈরি করে দেন ছাদ খোলা মায়ের মন্দির। সেই থেকে আজও এই ছাদ খোলা মন্দিরে পঞ্চমুন্ডির বেদীতে মা কালীর আরাধনা হয়। আর দ্বিপাবলীর রাতে একরাতেই মায়ের মূর্তি তৈরি করে পুজো করে ভোরের আলো ফোটার আগে বিসর্জন দিয়ে দেওয়া হয়। একটিবারের জন্যও এই রীতির অন্যথা হয়নি রায়গঞ্জ শহরের দেবীনগর কালীবাড়ির পুজোয়। জাগ্রতা দেবী বলে এর খ্যাতি ছড়িয়েছে গোটা দেশজুড়ে। অসম থেকে ঝাড়খন্ড, উড়িষ্যা, বিহার বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার ভক্তের সমাগম হয় দ্বিপাবলীর কালীপুজোর রাতে। কোভিড বিধি থাকায় এবারে এই মন্দিরে মাস্ক ও ডাবল ডোজ ভ্যাকসিন ছাড়া প্রবেশ নিষিদ্ধ করেছে মন্দির কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here